এসো হে প্রিয়তমা
রেখেছি যে প্রেম জমা
কতো নেবে, বলো?

আজ এ নিশুতি রাতে
দুটি হাত দুটি হাতে
রাখি তবে চলো।

জোনাকির ঝরা আলো
দূর করে দিক কালো
দেখি সোনা মুখ,

অবাধ এ প্রেমাবেগে
শরীরে শরীর লেগে
বোধ করি সুখ।

এসো হে প্রিয়তমা
যে প্রেমের নেই উপমা
তারে ধরে রাখি,

দ্বিধাহীন প্রেমোচ্ছ্বাসে
দুটি প্রাণ যেন ভাসে
পাশাপাশি থাকি।

কামনা বাসনা তরে
দুটি মন এক করে
প্রেম যাক উছলে

নয়নে নয়ন রেখে
বুঝে নেই এখন থেকে
প্রেম কারে বলে।

যে প্রেমে ছন্দ নেই
মিলনের গন্ধ নেই
সে তো প্রেম নয়,

মিশে দুটি দেহমন
সর্বস্ব সমর্পণ
প্রেম তারে কয়।