ও চোখে জল দিও না
দিও না গো কোন অশ্রুজল
যদি পারো দাও গো আরো
নীল আকাশের ঢল।
ও মুখে রাগ দিও না
দিও না গো অভিমানের রাশি,
যদি পারো দাও গো আরো
মিষ্টি মধুর হাসি।
ও খোঁপায় হাত দিও না
নেড়ো না গো ভুলে,
যদি পারো দাও গো তাতে
বকুল, বেলী তুলে।
ও কানে দিও না দোল
করে কোনো ভুল,
যদি পারো দাও পরিয়ে
কৃষ্ণচূড়ার ফুল।
ও হাতে হাওয়াতে নয়
ধুলোর উড়াউড়ি,
যদি পারো দাও পরিয়ে
রঙিন রেশমি চুঁড়ি।
ও কপোল ছোঁয়াতে নয়,
বাঁকাতে নয় দোলে,
যদি পারো সাজিয়ে দাও
হাসিমাখা টোলে।
এ মনের যাদুঘরে
রাখবো তারে ধরে
হাজার রঙের কল্প করে
স্বপ্ন দিয়ে ভরে।