দেখলে পথের 'পরে কাঁটা
বন্ধ করে দেবে হাঁটা?
পিছিয়ে যাবে অনায়াসে
আশা পূরণ করবে না?

সম্মূখেতে থাকলে আঁধার,
কিম্বা পাহাড় লক্ষ বাধার,
থাকবে বসে নিরাশ হয়ে
জীবন যুদ্ধে লড়বে না?  

জীবনটাকে ফুলেল করে
কে রেখেছে পরের তরে?
নিজের জীবন নিজের জোরেই
তিলে তিলে গড়তে হয়।  

ভাগ্যের লিখন না যায় খন্ডন,
এমন ভেবে থামে যে জন,
তাকেই শেষে খেই হারিয়ে
ঘোর বিপদে পড়তে হয়।

রহমানের রাহীম আছে
কৃপা চাইবে তারই কাছে,
অলস, কাতর দেহ নিয়ে
নিজের চেষ্টা করবে না?

জেনে রেখো এটা শুধু,
চেষ্টাবিহীন জীবন ধূ-ধূ,
নিষ্কর্মা ঐ জীবনে ফল
উপর থেকে পড়বে না।

গড়তে চাইলে নিজের জীবন,
চেষ্টা করো প্রতিটি ক্ষণ,
সময় ক্ষেপণ আর না করে
জীবন যুদ্ধে লড়ে যাও।

আপন চেষ্টা যে যায় করে
খোদা থাকেন তারই তরে,
যুদ্ধে জিতেই হাসি মুখে
জয়ের মুকুট পরে নাও।