...কোন আঁধারে ঠেলে দিলে দেখি না তো কিছু,
এক আঁধারকে তাড়ালে নেয় অন্য আঁধার পিছু।
হতাশা হয় নিকষ কালো ব্যথার হানা হানে,
একটি দুঃখের অবসানই আরেক দুঃখ আনে।
দুই নয়নে বিষাদাশ্রু অথৈ সাগর হয়ে
দিবানিশি বেদনার ঢেউ যাচ্ছে বয়ে বয়ে।
প্রেমের ধরায় আশা নিয়ে বাঁধলে সুখের ঘর,
ভাঙতে সে ঘর নিজের হাতেই আনলে বিষম ঝড়।
কোন সে ভুলে ফেলে রেখে গেলে দূরের দেশে,
ভগ্ন হৃদয় ভগ্ন আশায় জুটলো আঁধার শেষে।
উজাড় করে দিলাম সবই, পেলাম এ কী ফল!
ভালোবাসার বিনিময়ে ঝরছে চোখের জল।
পুড়ছি আমি দিবানিশি, হচ্ছে জীবন কালো,
তবুও চাই, যেথায় আছো থেকো সেথায় ভালো।