মন যদি হয় পাগলা ঘোড়া,
দৌড়াতে যায় আগাম সে,  
পরিয়ে দিতে পারবে বেড়ি
তার দুপায়ে আরামসে?

আবেগ যদি জ্বালায় তোমায়,
অবাধ বেগে ছুটতে চায়,
পারবে তুমি লাগাম দিতে
সেই আবেগের দুটি পায়?

সীমা ছেড়ে স্বপ্ন তোমার
যায় যদি দূর দেশের পানে
পারবে তুমি বাঁধতে তারে
নাটাই বাঁধা সুতোর টানে?

হাজার রঙের রঙ বাহারে
রাঙে যদি কল্পনা সব,
পারবে তাদের রঙ মুছিয়ে
থামিয়ে দিতে সে কলরব?

যে সুর মনের বীণা থেকে
আপনা থেকে ঝংকৃত হয়,
সে সুর কি কেউ পায় থামাতে?
মনের বীণার সুর অক্ষয়।

নিঃসৃত সব মুক্ত আশা
ধারে না তো বাস্তবতা,
ধার ধারে না ভবিষ্যতের,
খোঁজে না তো যথার্থতা।

মন ও আবেগ, কল্পনা সব
হাজার রাতের স্বপ্নকুল,
মানে না তো শাসন, বারণ,
বোঝে না তো সঠিক-ভুল।  

অবাধ মনের বীণার সে সুর
নিজের তালেই ধরবে গান।
কে রুখবে সে সুর বলো,
বধ করবে গানের প্রাণ?

আবেগ-স্বপন-কল্পনা যে
আপনা থেকে সামনে ধায়,
বিবেক দিয়ে তাদের কি আর
সব সময়ই বাঁধা যায়?