কী কারণে ভয় যে দেখাও,
চিন্তায় ফেলে রাখো,
কাছে আসলে হারিয়ে যাবে?
তবে দূরেই থাকো,
হাওয়া হয়ে ছোঁবো না হয়
লাল কৃষ্ণচূড়ার গায়ে,
পাপড়িগুলো ছড়িয়ে দেবো
তোমার রাঙা পায়ে।
তোমার খোঁপায় পরবে যখন
কৃষ্ণচূড়ার ফুল,
দূর হতে তা দেখেই যাবো,
করবো না তাও ভুল।
হয় তো হবো শীতলপাটি,
বিছিয়ে দেবে ঘরে,
তোমার কোমল শরীরখানি
এলিয়ে দেবার পরে,
ঘুম হবো দুই চোখে তোমার,
স্বপন রাশি রাশি,
সেই স্বপনে দেখবে আমায়
মেঘ খেয়াতে ভাসি।
হবো না হয় স্নিগ্ধ সকাল,
পাখির গানে গানে,
আমি তোমার কাছেই আছি
বলবো তোমার কানে।
হবো তোমার পায়ের নূপুর
দুপুর বেলার মাঝে,
তোমার কোমর দোলন হবো,
থাকবো তোমার কাজে।
শীতল জলের পুকুর হবো,
ডুব দেবে মাঝখানে,
তোমার ছোঁয়ায় উষ্ণ হবো
না বলা এক টানে।
পূর্ণ ভেজা শাড়ি হবো
জড়িয়ে তোমার অঙ্গ,
যেথায় যাবে থাকবো সেথায়
ছাড়বো না তাও সঙ্গ।
শ্রান্ত বিকেল হবো আমি
দেবে আমায় ছুঁয়ে
তোমায় ঘেরা কাঁথা হবো
থাকবে যখন শুয়ে।
সব গোধূলির প্রদীপ হবো
আলোয় তোমার ঘর
নিজের হাতেই ভরিয়ে দেবো
সারা জীবন ভর।
বসন করে জড়িয়ে রেখো
হয়ো নাকো পর,
তুমিই আমার সাতজনমে
স্বপ্নে বাঁধা ঘর।
কী কারণে আমায় তুমি
ভয়ে ভয়ে রাখো?
কাছে আসলে হারিয়ে যাবে?
তবে দূরেই থাকো।