প্রিয় কবিগণ,

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে আপনাদের সবাইকে জানাই লাল-সবুজ শুভেচ্ছা।

আজ ২৬ মার্চ। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার ৪৬ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে আজ প্রকাশিত হলো বাংলা কবিতা ডট কম-এর কবিতার আসরের কবিদের বিভিন্ন লেখা নিয়ে 'উৎসবে মাতি'র ই-সংকলন।

চির স্মরণীয় হয়ে থাক ২৬ মার্চ। সাহিত্যের মাধ্যমে হোক দেশ মাতৃকার জয়গান, স্বাধীনতা তথা স্বাধীনতা সংগ্রামী জনমানুষের জয়গান।  

নিচে "উৎসবে মাতি"র লিঙ্ক দেয়া হলো এবং মন্তব্যের ঘরেও লিঙ্কটি দেয়া হলো যাতে আপনারা সহজেই সংকলনটি ডাউনলোড করতে পারেন।

https://drive.google.com/file/d/0B2Fj_BXxuTRRd1E2SUZ3aWNOa0U/view?usp=sharing
________________________________
লক্ষ্য করবেনঃ

লিঙ্কটিতে ক্লিক করলে অনেক সময় এরকম জবাব পেতে পারেন-
Sorry, the file you have requested does not exist.

Make sure that you have the correct URL and the file existed.

Get stuff done with Google Drive

Apps in Google Drive make it easy to create, store and share online documents, spreadsheets, presentations and more.

Learn more at drive.google.com/start/apps.

তাই লিঙ্কে ক্লিক না করে, লিঙ্কটি কপি করে সার্চ ইঞ্জিনে পেস্ট করলেই খুব সহজেই 'উৎসবে মাতি' পেয়ে যাবেন।

যদি কেউ কোনো কারণে 'উৎসবে মাতি' ডাউনলোড করতে না পারেন তাহলে তিনি তাঁর ই-মেল আইডি মন্তব্যের ঘরে পোস্ট করে দিলেই ই-মেলে 'উৎসবে মাতি' পেয়ে যাবেন।
________________________________
এই ই-প্রকাশনাটির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল কবির প্রতি রইলো অসীম কৃতজ্ঞতা।

সকলেই ভালো থাকুন।
স্বাধীনতার উৎসবে মেতে থাকুন।