ধরার আগেই যায় সে উড়ে
নাগাল থেকে বহুত দূরে
নীলাম্বরে যায় সে মিশে
কেমনে ধরি তারে?
একলা খেয়াল অস্তাচলে
একটু সময় ধরাতলে,
ধরার আগেই হারাই তারে,
কিছুই বুঝে না রে!
অমল মনে বিষাদ জমে
কন্ঠ লাগে ভারী,
মুক্ত গগন, একলা লগন,
চিন্তা আসে তারি।
ফিরবো না আর ঘরে কভু,
থাকবো সে পথ চেয়ে,
আসবে ফিরে মন পাখিটা
সান্ধ্য হাওয়া বেয়ে।