... যে পায়েতে বেড়ি পরে কাটাও সকাল দুপুর
সে পায়েতে পরিয়ে দেবো স্বাধীনতার নূপুর।
যে দুয়ারটি বন্ধ করে নিজেরে করেছো বন্দী
সে দুয়ারে হানবো আঘাত, আমাতে করো সন্ধি।
সংস্কারজাল ছিন্ন করে করবো তোমাকে মুক্ত,
তোমার পৃথিবী আমার পৃথিবী হতেই হবে যুক্ত।
নিয়ম ভেবে যা কিছু তুমি বেঁধেছো তোমার গায়ে
খুলে ফেলো তারে নিমিষে এবার, গুড়িয়ে দাও পায়ে।
মিথ্যে শাসন, নিছক বারণ সবেরে করো বধ,
মিথ্যে মায়া-স্নেহের বাঁধন ছুঁড়ে ফেলো, করো রদ।
তোমারে রুখে, কে আছে এমন? সে সাহস কারও নাইরে,
লজ্জা ভুলে, ঘোমটা খুলে চলে এসো ঘরের বাইরে।