ও আকাশ দেখতে আমি চাই না আর,
যতো থাক নীলের মেলা,
আর ভাসুক মেঘের ভেলা,
সে নীলে হয় না তো দূর মনের ভার,
সে ভেলায় ভাসায় না মন কিঞ্চিৎ তার।
রাতে ঐ চাঁদের আলো
লাগে না আর যে ভালো
তারায় তারায় থাক না যতো অন্তমিল।
শত শত ঝিঁঝিঁর ডাকে
যতোটা আবেগ থাকে
সে আবেগ খুলে না আর মনের খিল।
প্রভাতের স্নিগ্ধ হাওয়া
নয় আর আমার চাওয়া,
বিহঙ্গের কূজনেও পাই না সুখ।
প্রভাতে রবির আলো
দিগন্তে রঙ ছড়ালো,
সে রঙে রাঙে না এই আমার মুখ।
বাউলের দোতারাতে
যতো গান দিনে রাতে
সুরে সুরে মাতাল হাওয়ায় দেয় দোলা,
সে সুরও বিষম লাগে,
মনেতে তন্দ্রা জাগে,
সে গান করে না আর দুঃখভোলা।
তটিনীর জলের ধারা
যতো হোক দিশেহারা
ভেঙ্গে কূল হোক না পাগল যতো ঢেউ,
সে ঢেউ আমার মনে
পারে না আলোড়নে
জাগাতে যে ভাবনা ভাবছে কেউ।
আমার এই পৃথিবীটা
পায় না আলোর ছটা,
ধরণীর রূপ যে লাগে কৃশকায়।
ভালোবাসার মানুষ বিনে
সূর্যের আলো দিনে,
রাতে ঐ চাঁদের আলো শোভা পায়?
যতো দাও রূপের ডালা
মেটে না মনের জ্বালা,
আমি চাই দেখতে আমার প্রিয়ার মুখ,
সে এলে নূপুর পায়ে,
রূপ লাগে ধরার গায়ে,
সে রূপেই ঘুচবে তবে মনের দুঃখ।
আমার এই মনের আহার
নয় তবে ধরার বাহার,
দুচোখের ভাষা কী তা পড়ো না?
কাটাবো জীবন আমার
দেখে দেখে ও রূপ তোমার,
তোমার ও মুখ চোখের আড়াল করো না।