...হাজার স্বপন গেঁথে গেঁথে আমি গড়েছি আশার ঘর,
কল্পনার আলোয় ঝলমলে করে তুলেছি প্রদীপ পর
অসীম কামনা একসাথে করে সাজিয়েছি ফুলদানি
আমার এ ঘর পূর্ণ করতে আসো না একটুখানি
দুয়ারের পর্দা সরিয়ে দেখো, আমি আছি পথ চেয়ে,
এসো যদি তবে ধন্য হবো তোমায় কাছে পেয়ে।
একা একা বসে কাটে না সময়, শুন্য লাগে মনে,
এসো যদি তবে পূর্ণ হবো ছোঁয়া লাগাবার ক্ষণে।
কাছে এসো প্রিয়া, হাতে রাখো হাত, কায়ার সাথে কায়া,
দেহের ভেতর খুঁজে নেবো প্রাণ লাগলে তোমার মায়া।
শিহরণে দুজন খুঁজে নেবো সুখ নিবিড় প্রতিটি ক্ষণে,
আমার এ ঘর ভরে দেবে সুখ মিলনের আভরণে,
ছোট্ট এ ঘর পৃথিবী আমার, থেকো তুমি মোর পাশে,
সুখের পুষ্প ছড়াবে সুবাস, দুঃখ যেনো না আসে।