শুনেছি, যে রাঁধে সে চুলও বাঁধে,
বলছি কি আর সাধে?
একহাতে বাঁকা বাঁশের খুন্তি,
আরেক হাতে মোবাইলের বাটন,
অনায়াসে করেন ফেসবুকিং,
আবার সুন্দর রাঁধেন মাটন!
সব্যসাচী তোমার ঐ রমণী,
যুগের তালে হতেও হয় অমনি!
শুধু রান্নায় বন্দি থাকা আর না,
জ্বলবে উনুন, চলবে সব রান্না।
থাকবে পিসি অন।
আধুনিক এক বউ এনেছো,
ভারচুয়ালে মন!
ভায়া, একটুও ভুল করো নি,
ঘরে এনেছো এক ডিজিটাল ঘরণী!