.......... স্বপ্ন দেখি জেগে, স্বপ্ন দেখি ঘুমে, হায়!
স্বপ্নরাজ্যের রাজা আমি, বাস্তবে নিরুপায়!
সময়ের স্বপ্নের পালাবদলে আসে অসময়,
সুখের কল্পনা বাস্তবে হয় দুঃখময়।
কিম্ভূতকিমাকার অলীক সে স্বপ্নগুলো
বাস্তবে পায় না সাড়া, শুধু উড়ন্ত ধুলো।
কী ভাবনা ভেবে ভেবে সময় চলে যায়,
মাথার ভিতরটা যেনো খুবলে খুবলে খায়।
স্বপ্নাকাশে উড়ে আমার রঙিন সব ঘুড়ি,
সে আকাশে ডানা মেলে আমিও যে উড়ি।
সপ্ত আসমান ছুঁয়ে দেখি আমি দু’চোখ বুঝে,
ক্ষণ বাদে ধরাতলে নিজেকে পাই খুঁজে।
স্বপ্নময় বাক্য রচি লাগামছাড়া অশ্বের মতন,
লোকে বলে, এ যেন উন্মাদ প্রলাপ, বেসুরো কথন।
অলীক ভাবনা বুঝি আমাকে করে ছন্নছাড়া,
কোন এক অদ্ভুত নেশায় আমার চলন আজ দিশেহারা।
কোন অজানার পানে আমি দিগ্বিদিক চলি ছুটে
সমাজ-সংস্কার, দায়দায়িত্বের সকল বাঁধন টুটে।
যে দিকে তাকাই শুধু দেখি রঙ আর রঙ,
কেউ বলে আমি নাকি বিকারগ্রস্ত, আনমনা এক সঙ,
নাক কুঁচকিয়ে বলে কেউ, আর কত দেখবো এমন ঢঙ!
ভাবনার দুয়ার খুলে খুঁজি প্রিয় এক মুখ,
উদাসীন মনে ভাবি তাকে, আমি উন্মুখ,
উচাটন চিত্তে কাটাই সকাল আমার,
কখনও হবে না বুঝি সময় থামার।
ব্যস্ত দুপুরেও লাগে মন অস্থির,
শ্রান্ত বিকেলে আমি বেজায় অধীর,
সন্ধ্যাগুলোয় আমি ভাবি হেঁটে একা একা ,
রাত্রিতে আসবে তো সে, দেবে নাকি দেখা?
মনের গহীনে তার নিত্য চলাচলে
উন্মাদ, বেগতিক এ মুখ প্রলাপ যায় বলে।
কী কারণে কাকে খুঁজি, সে কারণ কেউ খোঁজে না,
অন্যরা আমাকে বুঝুক, না বুঝুক, সেও কি বোঝে না?