......ক্ষীণ আশার মোমের বাতি নেয় নি সময় জ্বলতে,
বাহারি মোম হুমড়ি খেলো হাওয়ায় সাথে চলতে,
আঁকড়ে ধরে থেকেছি, তাও তাড়াহুড়ো গলতে,
মোম ফুরিয়ে পড়ে আছে পুড়ে যাওয়া সলতে।
ভিতর-বাহির সবখানেতে হানা দিলো কালো,
অন্ধকারে হাতড়ে বেড়াই, পাইনা খানিক আলো।
বুঝি না এই ভুবন ভরে কিইবা ভালো-মন্দ,
অন্ধকারে গুমোট ঘরে চোখ থেকেও অন্ধ।
রঙ হারানো জীবন থেকে হারিয়ে গেছে স্বাদ,
বিষাদ নদের মহাপ্লাবন ভাঙলো বালির বাঁধ,
কপাট খুলে দেখি যদি বাঁশ বাগানের চাঁদ,
আসলে সে মরীচিকা, আঁধারপুরের ফাঁদ।।