যে রঙে তুমি রাঙাতে চাও তারে
যেমন হবে তোমার মনের ভাষা
সে ভাষার রঙ কেবল রাঙাতেই পারে
সে রঙেই রঙিন হবে প্রেম ভালোবাসা।
ভালোবাসার নির্দিষ্ট রঙ নেই কোনো,
নেই নির্দিষ্ট বয়স; নেই নির্দিষ্ট ক্ষণও।
প্রকৃত ভালোবাসা সীমা মানে না তো,
কী নিয়ম, কী নীতি- তাও জানে না তো,
নির্দিষ্ট করে ভালোবাসার কোনও দিবস নয়,
অসীম ভালোবাসাবাসি যে প্রতিক্ষণে হয়। '
ছোট ছোট কথায়,
সুখ, দুঃখ, ব্যথায়,
একটু মধুর হাসিতে
সুরেলা প্রেম বাঁশিতে,
একটু চাওয়ায়,
একটু পাওয়ায়
সুরভিত গোলাপের মতো
পাশে থাকা অবিরত,
কখনও কষ্টে, কখনও হরষে,
কখনও হৃদয়ে যাদুর পরশে,
কখনও রাগে কখনও বা অনুরাগে,
কখনও না পাওয়ার অসহ্য বেদনা,
কখনও কাছে পাওয়ার নির্লিপ্ত জ্যোতি,
দুজনের সুদৃঢ় বিশ্বাসে বাঁধা প্রেম
ভালোবাসা যে এক স্বর্গীয় অনুভূতি ।