প্রাণ খুলে কথা বলে কতো কাল গেছে চলে!
কতো পথ হেঁটে গেছি হাতে হাত ধরে!
কতো দিন গেছে চলে সময়ের স্রোতে ঢলে!
কতো রাত চলে গেছে প্রেমলীলা ভরে!
তুমি আমি পাশাপাশি বসে কতো কাল
শরীরে শরীর লেগে কেটেছে সকাল!
কতো যে দুপুর গেছে মুখোমুখি চেয়ে!
বিকেল গেছে যে কতো শিহরণ বেয়ে!
সন্ধ্যাগুলোতে ছিলো ছটফটে মন,
গভীর নিশিতে প্রেমে মজেছি দুজন।
মিলনের ক্ষণ শেষে মুদে গেছে আখি,
রাত্রি গড়িয়ে গেছে জানিয়েছে পাখি।
ভেসেছি যে কতো কাল প্রেমনদী মাঝে!
বিলীন হয়েছে সবই, স্মৃতি সুর বাজে।
মনেতে ধরেছে শোক, জীর্ণ-শীর্ণ হাল।
তুমি আমি দুই দিকে, মাঝেতে দেয়াল!
তাকাবে না মোর পানে, ধরবে না হাত,
ক্ষীণ আশা, চেয়ে থাকি তুব দিন রাত।
আমার পৃথিবী যেনো অসাড়, জড়, খালি;
যা কিছু সম্মুখে দেখি সবই চোরাবালি!