কোন বাঁধনে বাঁধলে আমায় বলো?
চোখের আড়াল হলেই তুমি
আঁখি ছলোছলো।
কোন ইশারায় ডাকলে আমায় পাশে?
হৃদয় জুড়ে কাঁপন তোলা
ঝড় যে ধেয়ে আসে।
কোন সে সুরে বাজাও প্রাণের বীণা?
খেই হারিয়ে বুঝতে না পাই
সঠিক আছি কি না।
কীসের নেশায় মাতাল করো মন?
চতুর্দিকে তোমায় দেখি
বিরাজ সারাক্ষণ।
হৃদ মাজারে করলে কেমন বাস!
থাকলে তুমি বাঁচি আমি,
দেহে থাকে শ্বাস।
এ কোন সুতোয় বাঁধলে জীবন ভর?
তোমায় ভাবি আমার ভুবন,
তুমিই আমার ঘর।
বইছে মনে এ কোন উতাল হাওয়া?
তোমাতে হয় সকল শুরু,
তুমিই শেষের চাওয়া।
এ কোন বাঁধন দুটি মনের মাঝে?
এক পলকের দূরে থাকাও
ভালো লাগে না যে।
দেহ-মনের শক্তি তুমি,
তুমিই আমার আলো,
পাই খুঁজে এই বাঁচার মানে
বাসলে তোমায় ভালো।
তুমিই যেনো প্রাণ জাগানো
ভুবন জয়ী বাঁশি,
হাজার জনম জন্মে যেনো
তোমায় ভালোবাসি।