কবিতার আসরের প্রিয় কবিগণ,
বিজয়ের মাসে সবাইকে জানাই লাল-সবুজ শুভেচ্ছা।
গত ১৬ই ডিসেম্বর ২০১৬ তারিখে আমরা পালন করলাম আমাদের ৪৬ বছর পূর্তি বিজয় দিবস। এই বিজয় উৎসব উপলক্ষে গত ১৫ই ডিসেম্বর "আসরের কবিগণের প্রতি" বিজ্ঞপ্তিতে আসরের সকল কবিগণের নিকট অনুরোধ রেখেছিলাম ১৬ই ডিসেম্বর আসুন আমরা সবাই আনন্দে মেতে উঠি। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা লিখবো আমাদের বিজয় গাথা, লিখবো দেশ মাতৃকার কথা, জন্মভূমির বন্দনা গাথা। আর সেই সকল কাব্য গুলিকে একত্রিত করার জন্য আপনাদের নিকট থেকে আপনাদের কাব্য প্রকাশের পর লিঙ্ক চেয়েছিলাম। এবং আসরের প্রিয় পিযূষ কবি সৌমেন বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলাম - উনি যেন এই সকল কাব্য একত্রিত করে একটি পিডিএফ প্রকাশনা করে দেন। উনি ব্যস্ততার মধ্যেও নিজে অংশগ্রহণপূর্বক পিডিএফ প্রকাশনাটি আমার হাতে তুলে দিয়েছেন, যা দেখে আমি অত্যন্ত গর্ব অনুভব করেছি, আশাকরি আপনারাও সেই সুখানুভূতি ও গর্ববোধ করবেন। আমার বিজ্ঞপ্তিতে পাওয়া কবিতার লিঙ্ক, সৌমেন বাবুর ই-মেলে প্রেরণ করা কাব্যগুলি এবং বেশকিছু কাব্য যা উনি লিঙ্ক ছাড়াই আসর থেকে সংগ্রহ করে বইটি প্রস্তুত করে পাঠিয়েছেন আমাকে। সেটিই আজ আপনাদের হাতে তুলে দিলাম। স্মরণীয় হয়ে থাক ১৬ই ডিসেম্বর ২০১৬. স্মরণীয় হয়ে থাক "আনন্দে মাতি"। আসরের সকল কবি এবং কবি সৌমেন বন্দ্যোপাধ্যায়কে আরও একবার বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে নিচে ই-পত্রিকা "আনন্দে মাতি"র লিঙ্ক দিলাম এবং মন্তব্যের ঘরেও লিঙ্ক দিলাম যাতে আপনারা সহজেই পত্রিকাটি ডাউনলোড করতে পারেন।
https://drive.google.com/file/d/0B2Fj_BXxuTRRYzFrQlU4Y1JIc1k/view?usp=sharing
Note : কিভাবে Download করবেন “আনন্দে মাতি” ?
Download করতে কোন অসুবিধা যাতে না হয় তার জন্য জানাই - প্রথমে LINKটি (কপি/পেষ্ট) Open করে তারপর ডান দিকের Top Corner-এ দেখতে পাবেন একটি Down Arrow চিহ্ন।ওখানেই Click করলে Download করতে পারবেন।
সর্বপরি এডমিন মহোদয়কে তথা বাংলা কবিতা ডট কমের এই কবিতার ওয়েবসাইটের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি, এমন একটি প্রকাশনা প্রকাশ করতে পারায়।
সবাই ভাল থাকুন।
সকলকে আমার সালাম ও প্রণাম জানিয়ে শেষ করছি।