অগোছালো এই আমাকে
গোছালো যে কে!
সে কি আমায় তবে
বুঝে ফেলেছে?
হ-য-ব-র-ল চারদিক
হয়ে গেলো ঠিক,
দিকভোলা মানুষটা
খুঁজে পেলাম দিক।
আঁধারের জগতে এলো
ঝলমলে আলো,
নিমিষেই কেটে গেলো
হতাশার কালো।
আমার মাঝে আর
আগের 'আমি' নেই,
দেখছি বদল আমি
সবকিছুতেই।
আমাকে বদলে দিতে
যে এসেছে কাছে,
তাকে দিতে এ হৃদয়ে
ভালোবাসা আছে।
যা আছে এ পৃথিবীতে
সব দেবো তাকে
সমূলে বদলেছে যে
এই যে আমাকে।
কাছে এসে পাশে বসে
ধরা দিলে হাতে
এক বুক ভালোবাসা
দেবো দিনে রাতে।
হৃদয়ের পটে আমি
আঁকি তার ছবি,
যে এসে বদলে দিলো
আমার এ পৃথিবী।