ও দুটি চোখ যে তোমার নয়তো শুধুই চোখ,
দেখতে ভ্রমর-কালো ডাগর,
যেনো দুই মহাসাগর,
উথাল পাতাল ঢেউয়ে সেথায় ভাসিয়ে যাওয়া হোক।
ও কালো সাজানো খোঁপা নয়তো শুধুই চুল,
যেনো কালো মেঘের ভেলা,
রূপাকাশে করছে খেলা,
আমি সেই কালো মেঘে ছড়িয়ে দেবো ফুল।
কোমল দুটি হাত যে তোমার নয়তো শুধুই হাত,
দুহাতে আগলে ধরে
নাও যখনই আপন করে
ভুলে যাই সময়টাকে, ভুলি দিবস রাত।
দুল দোলানো কান দুটি যে নয়তো শুধুই কান,
আনলে আমার মুখের কাছে,
বলি যতো কথা আছে,
যেনো তারা বুঝতে পারে আমার কথার বান।
টোল পড়া ঐ হাসি তোমার নয়তো শুধুই হাসি,
ও দুটি রাঙা ঠোঁটে
প্রতিক্ষণ সূর্য উঠে,
অপলক তাকিয়ে গলায় পরতে পারি ফাঁসি।
তোমার ঐ কায়া জুড়ে রূপ যে নিছক নয়,
যেনো সব ফুলেল ফাগুন
এ মনে ধরায় আগুন,
পুড়ে ছাই হয়ে যাবো- এটাই শুধু ভয়।
তোমার ঐ রূপ যাদুতে করেছো যে হাল!
ও রূপে চোখ লেগেছে,
মনেতে প্রেম জেগেছে,
ও রূপ দেখে দেখে বাঁচবো অসীম কাল।