মহিমান্বিত এ রাত্রী
ইসলামের যাত্রী
করো হে মোনাজাত।

দু'হাতে প্রার্থনা করো
কুরআন-হাদিস পড়ো
চাও হে নাযাত।

এমনো রজনী এলে
দুআয় স্বর্গ মেলে
করো সেই প্রার্থনা।

সকলের স্রষ্টা যিনি
গাফুরুর রাহীম তিনি
করে দেবে মার্জনা।

ঝরলে চোখের জল
অনুতাপে ফলে ফল
যতো পাপ জমা।

শ্রেষ্ট রজনীর তরে
চাইলে খোদার পরে
করে দেবে ক্ষমা।

তোমার সৃষ্টি আমি
তুমিই তো অন্তর্যামী
বান্দার মুখে চাও।

জানা-অজানা পাপ  
প্রভু করে দাও মাফ
মুক্ত করে দাও।