সোনা বেচে বাপ বড়লোক
আলিশান বাড়ি গাড়ি,
ছেলে যে এক লাটসাহেব,
শুধু করে খবরদারি।
ছেলের খবর বাপ রাখে না
বাপ দেখে না ছেলে
কী করছে, কখন কোথায়
দিচ্ছে টাকা ঢেলে।
হোটেল মোটেল ঘুরছে ছেলে
বাপ বেচছে সোনা
কেউ রাখে না কারো খবর,
টাকা যায় না গোণা।
লাগামছাড়া ছেলে পেলো
সদাই বিষম আশকারা
মেয়েছেলে পেলেই করে
বেপরোয়া মশকরা।
বিগড়ে যাওয়া ছেলের পিছে
করছে টাকা বর্ষণ,
ছেলেও তাই যাচ্ছে করে
রোজই নারী ধর্ষন।
কোটিপতির ছেলে লম্পট,
ছিঃ ছিঃ বড় লজ্জা।
অমন টাকায় আগুন ধরুক,
যাক পচে যাক মজ্জা।
যে পরিবার সন্তানেরে
সচ্চরিত্র না শেখায়,
কুলাঙ্গার সে ধ্বংসটাকেই
পরিণামে লেখায়।
যে পিতামাতা সন্তানকে
সুশিক্ষা দিতে না পারে,
জাতি লজ্জিত তাদের জন্য,
ধিক জানায় তারে।