......কল্পনা যে শক্তি হয়ে পৃথিবীকে শাসন করে
সেই শক্তির চেয়ে বেশি আর কি কেউ শক্তি ধরে?
শক্তি নিয়ে সর্বদা কি ইচ্ছেমত জয় করা যায়?
জ্ঞানীগুণীর মেধার জোরে পেশীশক্তি কূলই না পায়।
ঢের মহৎ কাজ করা যায় সঞ্চিত সব অভিজ্ঞতায়।
সমস্যার সমাধানে তাই অজ্ঞতা রয় খুব নিরুপায়
দিন-মাস-বছর ধরে অভিজ্ঞতার হিসেব কি হয়?
চর্চা ব্যতীত শিক্ষাও যে মরিচা ধরে সদা হয় ক্ষয়।