বিচিত্র এই জগতের বুকে নেই যে কারো চাওয়ার শেষ,
হরেক রকম চাওয়ার নেশায় নানান জনের নানান বেশ।  

কামিয়েছে যে দেদারছে টাকা তার যে আরো টাকা চাই,  
তরুণ, যুবক, বয়োতীত হোক টাকা ছাড়া যে নেশা নাই।  

নিরশনের রোদন কী আর! রাজগি হতে তার চাই টাকা;
রাজকোষটা ফুলে ফেঁপে যাক, সারা অবনী থাক ফাঁকা!

ব্যাজ প্রকট যতো কপট লোকের, ভরলে পকেট টাকায়  
প্রমোদকানন যেনো চারিধারে সব তার সে সুখে থাকায়।  

বাড়ি যে তাঁর অলোকমণ্ডল, করযুগলে মহাশক্তির ঠাঁই,    
তোষামোদকারী চতুর্দিকেতে, সেই সকলের 'বড় ভাই'।  
  
তার সে টাকার জ্ঞাপিত জোরে সত্যও যেনো থাকে চুপ,    
সাহসীর বুকে হানে যেনো তীর, জীবন নাশে জ্বালে ধূপ।

খোদার দুনিয়া কিনতে যেনো যখন যেখানে লুটে টাকা
সেখানেই সে এক উদিত ধরাপতি শত কুটচালে আঁকা।    

পার্থিব এ জগত চিরদিনের নয়, একদিন তো শেষ হবে;
ধনপতির মৃতদেহের নিকটে সে ধন মূল্যহীন পড়ে রবে।