হাজার লাখো লোকের বড়াই করিস? ও মূর্খের দল-
লোকসংখ্যা বাড়লেই বুঝি বাড়ে তোদের বাহুর বল?
চোখ রাঙ্গানি, বাচ্যের বান, কণ্ঠের জোরে ধমকানো-
সবকিছুতেই তর্জন তোদের, লঘিষ্ঠের ধর মচকানো?
ভীরুরাই কেবল সঙ্গী খোঁজে আপন ভয়ে কাতড়িয়ে,
মনের ভিতর ভীতির পাহাড় ঢাকবে লোকবল দিয়ে!
ভীরু কাপুরুষ লোকের দল সংখ্যায় যতো বড় হোক,
মনে ভীতির আঁধার থাকে, সবে বিশ্বাসহীন আরণ্যক।