গলাতে মালা পরেছে, কপালেতে টিকি
দেখে তাই ধরে নেবে, হিন্দু সে ঠিকই!
পাজামা-পাঞ্জাবী পরে দাড়ি ধরে রেখে
হয়ে গেলো মুসলিম সে সবদিক থেকে!
লম্বা আলখাল্লা সমেত ক্রস পরে গলায়
বোঝালো খ্রিষ্টানই সে, যিশুর ধর্মতলায়!
কঠিন চীবর গায়ে পরে যায় প্যাগোডায়
তাই বুঝি আপাদমস্তক বৌদ্ধ হয়ে যায়!
শুধু পোশাকেই ধরে নিলে ধার্মিক তারে?
শুধু দেহ বসন কি ধার্মিকতা হতে পারে?
মনে-প্রাণে কাজেকর্মে ধর্ম মানে সর্বক্ষণ
সততা-মানবিকতায় পূর্ণ ধার্মিক সে জন।