আপন গুণে এ ভুবন 'পরে যে করে যায় কাজ
তারে মূল্য দিলো কি না দিলো এ জন সমাজ
সে হিসেবের খাতা লিখে কী লাভ আছে আর?
যার যা মূল্য সে তা পাবে- এ সময়ের বিচার।
যে কর্মেতে কল্যাণই ফলে মানব সমাজ মাঝে
গুণের বিচারে সে সব কর্মের তুলনা হয় না যে।
যে সব কর্ম আপন আলোয় সদা ঝলমল করে
সে সব কর্ম ভয় কভু পায় সমালোচনার ঝড়ে?
এ মানব সমাজ যতোই করুক নিন্দা, উপহাস
মহৎ কর্মের পূর্ণ মর্যাদা দেয় সময়ের ইতিহাস।