যে কর্মের আধার জুড়ে বোধের হিসেব শূন্য
সে কর্মে যায় কি পাওয়া খুঁজে কোনো পুণ্য?
যে কর্মের মূলেতে নেই বিবেকবোধের বাঁধন
সে কর্মে হয় নাতো কভু কারোও হিত সাধন।
লোলুপ উদর ভরাট রাখে যে সব মানব কর্ম
সে কর্মেতে পাপই থাকে, রয় না কোনো ধর্ম।
অন্যয় পথে পাপাচার করে যে কর্ম সাধন হয়
সেই কর্ম সর্বদা অন্যয়ই থাকে, মহৎ কভু নয়।