........ যতোই বলি থাকতে আমি কাঁদতে তোমার বারণ,
ততোই দেখি, আমিই তোমার অশ্রুধারার কারণ।
যতোই বলি দেবো না আর থাকতে তোমায় একা,
ততোই দেখি, কাজের চাপে হয় না তেমন দেখা।
যতোই বলি থাকবো পাশে, রইবো তোমার কাছে,
ততোই ভাবি, অতো সময় আমার কি আর আছে?
কাজের চাপে সব ভুলে যাই, শখ পড়ে যায় ঢাকা,
তোমায় দেওয়া কথাগুলো হয় না আদৌ রাখা,
আমায় তুমি ভুল বুঝো না, রাগ রেখো না জমা,
ভুলোমনা এক প্রেমিক আমি, আমায় করো ক্ষমা।