চাই না কোনো নিখাদ সুখ
কোনো রঙিন আশা,
চাই না রাগ-অনুরাগহীন
অবাধ ভালোবাসা।
চাই না কোনো নিষ্কন্টক
পথে চলতে আমি,
চাই না হতে সাজিয়ে রাখা
পুতুল অনেক দামি।
চাই না এমন প্রাপ্তী কোনো
অতৃপ্তি নেই যেথায়,
চাই না যেতে সুখের রাজ্যে
ফুলেল শয্যা সেথায়।
চাই না পেতে সেই পুষ্প
যাতে কাঁটা নাই,
চাই না শুধু আলো পেতে,
আঁধারটাকেও চাই।
চাই না আমি তেমন সাগর
নেই যেখানে ঢেউ,
চাই না তেমন পীড়ন-ব্যথা
যা বোঝেনি কেউ।
চাই না এমন আমজনতা
প্রতিবাদহীন শান্ত,
চাই না এমন জীবন আমি
অল্প শ্রমেই ক্ষান্ত।
চাই না শুধু হিমেল হাওয়া
চাই গ্রীষ্মের তাপ,
মাথার উপর তপ্ত রবি,
তাপদাহের চাপ।
চাই না শুধু মুক্ত গগন
কালো মেঘও চাই,
বজ্র বাদল ঝড় বৃষ্টি-
তাদের যেনো পাই।
চাই না আমি অবাধ উত্থান,
পতনকেও চাই,
পতন ছাড়া উত্থানে যে
প্রকৃত সুখ নাই।
চাই না আমি স্বর্গীয় সুখ
নিত্য আমার ঘরে,
দুঃখ ছাড়া সুখের মূল্য
বুঝবো কেমন করে?
যে পুড়েনি অনলে কখনো ,
দেখেনি দুঃখের বাটী ,
সে কখনো পেরেছে হতে
স্বর্ণ নিখাদ-খাঁটি?
সুখের সাথে দুঃখগুলোকে
করবো আমার সাথী,
দিনের আলোয় বাঁধবো আমি
অন্ধকারের রাতি।
এক জীবনে সুখেদুঃখে
মিশে আমি রবো,
কষ্টানলে পুড়ে পুড়ে
খাঁটি মানুষ হবো।