.. যে বোঝে না অর্থ বিত্ত ধন দৌলত ছাড়া
শিক্ষা জ্ঞান ধার ধারে না যে বিবেকহারা
মানবতাবোধের আলোয় আলোকিত নয়
সেজন কি কভু মানবমাঝে সম্মানিত হয়?
দুর্ভাগা সে যে মত্ত র'লো শুধু বিলাসিতায়
মরলেই শেষ হয় তার পুড়ে গেলে চিতায়।
বিস্মৃতির তলে হারায় সে মৃত্যুক্ষণের পরে।
সে অমর যে জ্ঞানের জন্য জীবনযাপন করে।