জাত-বেজাতের হিসেব অনেক মানবজগত জুড়ে,
জাত হিসেবে কেউ এগিয়ে, কেউবা থাকছে দূরে।
ছোট-বড়, ধনী-গরীব, ভালোমন্দের হিসাব করে
এই ধরণীর বুকে মানব সমাজ বিভেদ রাখে ধরে।
নোংরা, কুৎসিত, অসৎ, অসভ্যের বহুজ জাত হয়;
সত্য, সুন্দর, সভ্যতা সকল সময় একমতোই রয়।