নিত্যকার এই ভবের মেলায় কতো মানুষ মেলে!
অশীতিপর বৃদ্ধ, যুবক, তরুণ, কম বয়সী ছেলে,
নানান বয়সের নানান নারী ঘুরছে ভবের মেলায়,
থাকছে মেতে যে যার মতো জীবন জুয়ার খেলায়।
কয়জনই তার কর্মেতে সৎ, কয়জনই সৎ অন্তরে-
তার হিসেব তো যায় না করা ভুবন যাদুর মন্তরে।
রঙমহলের নাচন ঘরে বাজছে মাদল নিজ তালে,
ভবমেলায় আখের গোছায় ব্যস্ত মানব নিজ চালে।
ভালোমন্দের কঠিন বিচার এ জগতের বিচার নয়,
শেষ বিচারের হিসেবখাতায় বিচার তরে লেখা রয়।