কবিরা সমাজ দেহের চক্ষু; করেন যা দর্শন
বাস্তবতা-রূপকল্পে তা কাব্যে করেন বর্ষণ।
বাগানের মুক্ত পাখির মতো স্বজগতে উড়ে
কাব্যিক ভাষায় আনন্দ ছড়ান ছন্দময় সুরে।
যোগ্য কবি নিজের কাঁধে দায় করেন অর্পণ,
মানবমনের ভাবনা লিখে হন সত্যের দর্পণ।
এ জগতের মানব সমাজে সার্থক সেই কবি
যিনি কাব্যকথায় আঁকেন সব মানুষের ছবি।