কলমের ধার হোক না তীক্ষ্ণ, হোক না যতোই ভারি,
সেই কলমে লিখে লিখে ক'জনইবা কবি হতে পারি?
রচিত কবিতায় ছন্দ, অন্তমিলের হিসেব কষে কষে
পারছি কি সদা ভরতে সে কবিতা মধুর পাঠ্য রসে?
নিজ আত্মার মাঝে সুপ্ত যে ভাব একবার যদি জাগে
সুখপাঠ্য হাজার কবিতা লিখতে আর কি কিছু লাগে?
ভালো কবিতার শ্রষ্ঠা যিনি তিনি আত্মার শিল্পী বটে
ছেঁড়া কাগজের শ্বেতবক্ষে তিনি লিখে যান অকপটে।
আন্তরিকতার মধুর ছোঁয়ায় যিনি আঁকেন কাব্য ছবি
ভাবনা ও দৃষ্টির গভীরতাই তাকে করে তোলে কবি।