সমুদ্রসম শোনিতের ধারায় বয়ে গেছে কঠিন নয়টি মাস,
বিনিময়ে প্রাপ্ত স্বাধীনতা নিয়ে সকলের হবে শান্তির বাস!
সোনার দেশের সোনার মাটি শস্যে ফসলে জুড়াবে চোখ,
স্বাধীন এ দেশের উর্বর ধরায় গড়বে যে মহান স্বর্গলোক।
থাকবে না শোষণ যাতন-বেদন, লাঞ্ছনা-বঞ্চনা শুন্য দেশ;
সকলেরই ঘর ছেয়ে যাবে সুখে সহাস্য বদনে খুশির রেশ।
একের সুখে অন্যরা সুখী, অপরের দুঃখের ভাগাভাগি হবে
পরমাত্মীয় যেনো প্রতিজনে, কারোও প্রতি বিদ্বেষ না রবে।
যুদ্ধে আহত দেশটাকে সবাই শ্রম-মেধায় দেবে মহান প্রাণ,
থাকবে না গ্লানি, কোনো হানাহানি, সুখ সমীরণ অতুল ঘ্রাণ!
কোটি কোটি চোখের লালিত স্বপন সুখে রবে দেশ চিরকাল
বয়ে যাওয়া মাস-বছর প্রবাহে, যুগে যুগে তার এ কী হাল!
নব্য শোষকের ক্ষুধার্ত উদরে পুরো দেশটাই বুঝি গ্রাস্য হয়,
অর্জিত মহান স্বাধীন এ দেশে কেউ যেনো আর স্বাধীন নয়!
যে স্বাধীনতা লাঞ্ছনা-বঞ্চনার আগুনে সব পুড়ে করছে ছাই
নিছক সেই স্বাধীনতার চেয়ে ঢের ভালো যে পরাধীনতাই!