জয় ও পরাজয় পাশাপাশি চলে মানব পৃথিবী জুড়ে,
লড়াই বিনে আসে না যে জয় মহাকাশ থেকে উড়ে।
মেধাশ্রম দিয়ে আগ্রহ ভরে যে সময়ে দিয়েছে ফোঁড়,
আশা-নিরাশার দোলাচল ভুলে ঠিকই দেখেছে ভোর।
কাপুরুষ অতি, ভীরু মানব সেই জয় চায় একপেশে,
প্রতিপক্ষের মোকাবেলা বিনে মেকী জয়ে চলে হেসে!
লড়াইয়ের মাঠে লড়াকুর মতো যে লড়েছে প্রতিক্ষণে,
বীরের দর্পে কাঁপিয়েছে মাঠ, জয় পেয়েছে সেই রণে।
প্রাণপণ লড়েও কখনো কখনো হয়তো মেলে না জয়
তবুও তো বীরের পণ ভাঙে না, বিশ্বাসে ধরে না ক্ষয়।
সেই বিজয়ানন্দ উপহাস্য নয়, ভাসে না প্রশ্নের ভেলা,
পক্ষদ্বয়ে যখন ভারসাম্য থাকে, সমান মাঠে হয় খেলা।
যে লড়াই সুষ্ঠু, যা মাঠেই লড়ে জয়-পরাজয় ঠিক হয়
সে লড়াইয়ের শেষে বিজিত লড়াকুও জয়ী হয়েই রয়।