ভদ্রতা সুচরিত্রের লক্ষণ, ভদ্রতা গুণেই মানুষ মহৎ;
শিষ্ট মানবে স্রষ্টা খুশি, শিষ্টতাই যে উৎকৃষ্ট ইবাদত।    

চিন্তা-চেতনা-ধর্মে-কর্মে ভদ্রতা ধারণ করে যে আচার  
সে আচারে ঘটে কল্যাণ, সর্বত্র হয় মানবতার প্রসার।  

চলন, চাহনি কিম্বা বচনে শিষ্টতা যাঁর জ্বলজ্বল করে
তাঁকেই সকলে করে সমাদর, সর্ব শ্রদ্ধা তাঁরই তরে।  
  
ভদ্রলোক মানেই সদাশয় লোক, তিনিই বড় দয়াবান;    
তাঁর চিন্তার পারঙ্গমতায় ঘটে সর্ব মানবের কল্যাণ।

ভদ্র মানুষই বচনে নম্র, অন্তরে তাঁর অগাধ সহানুভূতি;    
আন্তরিকতায় মানবতা ছড়ান, ছড়ান সচ্চরিত্রের দ্যুতি।    
  
শিক্ষিত, অভিজাত, বিত্তবান হয়েও যে লোক ভদ্র নয়
তার সকল শিক্ষা-বিত্ত-আভিজাত্য মূল্যহীন পড়ে রয়।