ধর্মালয়ে প্রত্যহ আসা-যাওয়াঃ বাহ্যিক ধর্মীয় আচরণ;  
ধার্মিকের রূপ নিলো যে জন তার অন্তরে কার বিচরণ?    

শরীরে যে ধর্মের লেবাশ তাতে অন্তর তার জাগছে কি?  
আতর-সুরমা, আগরের গন্ধ আত্মার গহীনে লাগছে কি?  

বর্ধমান যে ধর্মানুভূতি তাতে সহজাত বৃত্তির হচ্ছে লাভ?
নাকি বাহিরেই শুধু ধর্মের আবহ ভিতরেতে সব সয়লাব?  

ধর্মাচরণে যদি অন্তরাত্মা নাই জাগে, নাই গড়ে শুদ্ধ মন
বিশুদ্ধ নয় তার প্রার্থনা অঞ্জলী, শুদ্ধ নয় তার ধর্ম পালন।    

অন্তর্দৃষ্টি খোলে না যে প্রার্থনায় তা প্রার্থনা হয় কী করে!  
যাতে কোমল মধুর গভীর ব্যাপ্ত সহজাত বৃত্তিই না গড়ে।    

মৃত অন্তরে প্রেমহীন মনে নিরাশ বুকে কেউ ধার্মিক হয়?
প্রকৃত ধার্মিক ধর্মাচারে শুদ্ধ, যার আত্মা সদা জাগ্রত রয়।