ঈমানের আলো রুদ্ধ যে জনে প্রসারিত অন্ধকার
অধর্ম তার অন্তর জুড়ে, অধর্মের বেষ্টনী চতুর্ধার।

কদাচার তার কর্মবিশ্বাস; সে ব্যভিচারী আচরণে
দূষণে ঢেকেছে আপন জগত হীন কর্মের কারণে।

তাপগ্রস্থ সে নিজ ঘরে, সমাজ ভোগে তার পাপে  
ছড়িয়ে সে দেয় অধর্মের বিষ অবক্ষয় অভিশাপে।  

রিপুর তাড়না সঞ্চিত মনে, কামনা-বাসনা বেশে  
বেঈমানের রূপ চিহ্নিত করে উন্মুক্ত করে শেষে।    

ঈশ্বরে সে আনেনি ঈমান, ধর্মেও সেই ঈমানহীন
ভ্রান্ত পথে সে মানুষই ঈমানহীন হয়ে হয় বিলীন।            

কর্মহীন ঈমান ঈমান যে নয়, ঈমানহীন যে কর্ম  
ঈমানহীনের হাতে, মুখে, মনে শুধু বিস্তৃত অধর্ম।