কুকর্মে অধর্মে যে সহসা করে পাপের ভান্ডার ভারি
তবু সে পাপ প্রকাশ করে না, শোচনাও নাই তারই!

বহিঃখোলসে আবৃত যে তার ভিতরের সকল পাপ,  
কেউ তো দেখে নাই কখনো তারে করতেও অনুতাপ।  

উঁচু লেবাশ শুদ্ধ কথায় প্রকাশ্য তার সরল মতি!  
লোকচক্ষুর আড়ালে সে জন সর্বদা পাপে মত্ত অতি।  
  
মাপের দাঁড়িতে ভিন্নতা শুধু, নেই তার পাপের শ্রান্তি!    
কাতর কণ্ঠে তা প্রকাশ করে চায় না মার্জনার শান্তি!    

পাপ গোপনে শান্তি মেলে না কভু, পাপেরই বৃদ্ধি ঘটে,  
পাপের স্রোতে সর্বদা পাপীর অধঃপতন হয় বটে!    

পাপ গোপনে পাপী যতো করুক পেশাদারী অভিনয়    
পাপের শাস্তি যে সকল পাপীকে প্রকাশ্যেই পেতে হয়।