ফেলে দেয়া ধাতুর উপর সমীরণের ছোঁওয়া
প্রকট হয় পড়লো যখন বৃষ্টি জলের ধোওয়া,
থেমে থেমে সেই ধাতুতেই জং ধরলো ভারি,
গ্রীজ, দস্তা, তেল দিয়ে তা দূর করতে পারি।
রান্না শেষে হাঁড়ি-পাতিল হয় যদি খুব কালো
পাকা রাঁধুনির মেজাজখানা রয় না যে ভালো;
স্তরিভূত পোড়া বাসনের কালো দাগ চকচকে
বেকিং সোডা ক্লিনিং বারে হয়ে যায় ঝকঝকে।
বহু সাধের দামি আসবাবে ময়লা জমে জমে
ঘরের বাহারের শ্রীহীনতায় ভাবনাও না দমে!
কাঠ, বাঁশ, বেত, হার্ডবোর্ড, কাচ ও অন্যসবে
সাদা ভিনেগার, ড্রায়ার ডাস্টার ময়লা না রবে।
পরিবার-সমাজ-রাষ্ট্র সর্বত্রে অপরাধীর দখল,
শান্তিই নাই, উপদ্রব শুধু, জীবন জুড়ে ধকল!
আইনের জাল দাও বিছিয়ে পড়বে তারা ধরা,
যোগ্য কানুন সুষ্ঠু প্রয়োগে দেশ বিষমুক্ত করা।
মন্দ চিন্তায় অশ্লীল মানসে হচ্ছে বিবেক ক্ষয়,
কীভাবে পরিষ্কার করবে সেই কলুষিত হৃদয়?
চলন-বলনে, চিন্তা ও কর্মে সৃষ্টিকর্তার স্মরণ
মরিচাহীন হৃদয় গড়ে, কর্ম-চিন্তার শুদ্ধ ধরণ।