দাসত্ব তো ঘৃণার অতি, হোক তা আপন লোকের
জীবনে যে দাস হয়েছে তার জীবন কষ্ট-শোকের।
শাসক দলের নিঠুর হাতে জনগণের পুতুল নাচন
দাসত্বের ঘা জনগণের, ভাগ্য সুতায় মরণ-বাঁচন।
এ জগতে পরতে কে চায় দুপায়েতে দাসত্ব বেড়ী?
তবুও তো কতো লোকই নিত্য করে দাসত্ব ফেরি।
দাস হতে হয় ভাগ্যদোষে দাস হতে হয় কর্মহীনে,
রাজার ঘরে বংশক্রমে বিলাসি জন দাসকে কিনে।
দাসের জীবন এমনই হয় প্রভুর হস্তে জীবন শপা!
তবু তা পাপের তো নয়, মিলতে পারে প্রভুর কৃপা।
দাসত্বেরও রকম থাকে, সব দাসত্বে নেই সর্বনাশ;
রিপুর হস্তে দাসত্ব যাদের তারাই ভবে নিকৃষ্ট দাস।