আল্লা্হ, ভগবান, ইশ্বর, প্রভু, খোদা- ভিন্ন ভিন্ন নামে
একজনকেই প্রাণ ভরে ডাকে সকলেই এই ধরাধামে।
ভিন্ন প্রার্থনার ধরণ-ধারণে, ভিন্ন প্রার্থনায় ব্যক্ত ভাষা;
অভিন্ন প্রার্থনার মর্মকথা অভিন্ন সকলের স্বর্গের আশা।
যে মেনেছে ধর্ম, মেনেছে তা কর্মে, বিভক্তি নাই করে
মাথার উপরে এক স্রষ্টাকে ভেবেছে সব মানবের তরে।
খোদার আরশে পৌঁছায় সে প্রার্থনা যে প্রার্থনার মাঝে
মানুষের মঙ্গলই চাওয়া হয় শুধু, আর কিছু রয় না যে।
জ্ঞান, বিবেক, প্রজ্ঞা, মনোবলে পূর্ণ হয়ে সমৃদ্ধ যে হয়
তার পক্ষে নাস্তিক হওয়া কভু কোনোমতেই সম্ভব নয়।
আশৈশব লালিত সব বিশ্বাস, সংস্কার, আচার-আচরণ
হতে পারে না যে কখনোও কারো নাস্তিক হবার কারণ।
আজন্ম যে রীতিনীতি বাঁধনে জড়ায় ভাঙবে কোন শক্তি?
বোধ আছে যার মস্তিষ্ক মাঝে তার অন্তরেও থাকে ভক্তি।
নৈতিকতা মেনে চলে যে, চায় না বিশৃঙ্খল জীবন যাপন
স্রস্টার বাণী মেনে চলে সে ধর্মীয় পথটাকেই করে আপন।