রাত্রি শেষে নতুন রবির আলো করে ঝলমল,
একদিনের পরে শুনি অন্য দিনের কোলাহল।
এভাবে বহে সময় প্রবাহ, কাল হারায় কালে;
যে পথে চলছি সবাই সে পথ শেষ পরকালে।
কারো চলন অতীব দ্রুত, কেউবা চলছে ধীর;
প্রত্যেক জনই এই জগতে শুধু এক মুসাফির।
জগতে এই সফর শুরু করেছি মায়ের কোলে,
কবরে যেয়ে শেষ এ সফর জগতটাকে ভোলে।
যা কিছু কর্ম যা কিছু বিশ্বাস যা মিল ও অমিল,
প্রতি দিন-মাস-বত্সর যেন এক একটি মঞ্জিল।
জীবনের শেষ প্রান্তমুখে সবাই চলছি অবিরত,
প্রতিটি নিঃশ্বাস এক একটি পদক্ষেপের মতো।