ধর্মান্ধ লোকের ধর্মের কথায় ভঙ্গুর সব যুক্তিই মেলে,
'ধর্ম গেলো, ধর্ম গেলো' বলে দ্বন্দ্ব যুদ্ধের খেলা খেলে।
আপন ধর্মের মঙ্গল কী হলো সে হিসেবের প্রাপ্তি শুন্য,
পরধর্মের নিন্দা করে করে খুঁজে পেতে চায় মহা পুণ্য!
ধর্মের বাণীর মর্ম বুঝে না, লাগায় অনল ঐক্যের ঘরে,
ধর্মের নামে অধর্ম যতো হোক, তবুও তা কল্যাণ তরে!
ভুল বিশ্বাসেরও গাঁথুনি অটুট! ঝরাতেও পারে যে রক্ত,
হুজুগিপনাতেও জীবন ঝরায়, ওরা কতো যে প্রভু ভক্ত!
ধর্মকে বুঝেনি কখনও তারা, কুসংস্কারেই শপেছে প্রাণ,
মানবে মানবে সদাই দ্বন্দ্ব লাগিয়ে খুঁজে জান্নাতের ঘ্রাণ!
ধর্মান্ধ লোকেরা মানব বন্ধনটাকে পুড়িয়ে করছে কালো,
ধর্মান্ধতার চাইতে নাস্তিকতাও যেন অনেক বেশি ভালো।