ধর্ম যাদের স্বার্থের হাতিয়ার স্বার্থ হাসিলে ধর্ম ধর্ম করে,
বক ধার্মিক ও ভণ্ডের জাত তাই তো ধর্মের লেবাশ পরে।
স্বার্থ হাসিলে শত্রু তার যারা পারে না যদি দমাতে কভু,
ধর্মের শত্রু বানিয়ে তাদের বলবে 'বিচার করো হে প্রভু'।
যুক্তি, বুদ্ধি, শক্তিতে যদি না হারে তার জাত শত্রুর দল,
ধর্মকেই তবে লাগাবে কাজে, কে বুঝবে সেই ভণ্ডের ছল!
লুটেরার দল লুটে নেয় সব, লড়ে যায় কিছু বুঝেনি যারা,
অহেতুক ধর্ম-যুদ্ধে লড়ে, বয়ে যায় তাদের শোনিত ধারা।
ধর্মের বাণীর হয় মানহানী, মিটে শুধু বক-ধার্মিকের স্বাদ,
আপনার স্বার্থে ধার্মিকদের লুটে সম্প্রীতিকে করে বরবাদ।
ধর্মকে যারা প্রকৃতই ভালোবাসে বুদ্ধিতে ধরে ভণ্ডের ছল,
অন্য ধর্মকে শত্রু ভাবে না, প্রকৃত শত্রু বকধার্মিকের দল।
ধর্মের বাণী অন্তর গহীনে ধরে ধর্মে ধর্মে সম্প্রীতি বাড়ায়,
অধর্ম, দ্বন্দ্ব বিভেদকে রুখে মানবতার সব শত্রুকে হারায়।