কৌতুক, ঠাট্টা করে কিছু কথা কখনো যদি বলো,
মিথ্যে সে কথায় হয় নাই ক্ষতি, তাতে কী হলো!
মিথ্যে যে মিথ্যেই রয় যুক্তিতে কভু পায় না সায়,
নেই কোনও অযুহাত যা দিয়ে পাপ এড়ানো যায়।
ইচ্ছা বা অনিচ্ছায় কাউকে আঘাত যদি কভু দাও,
হোক সে আঘাত তুচ্ছ যতোই, কী সুখ তুমি পাও?
কেউ মুখে যদি কিছু নাই বলে কষ্টে ভাঙলেও মন,
ক্ষমাহীন বসে থাকাও যে তোমার পাপেরই কারণ।
নিয়েছো যা চেয়ে তা হোক হিসেবের গৌণ যতোই,
ফিরিয়ে দাওনি তা বাড়িয়েছো সে ঋণ যে কতোই!
ঋণদাতাকে ভেবে ত্রাতা সেই ঋণ করবে না শোধ!
সে ঋণ ভারে হবে যে পাপ কীসে করবে তা রোধ?
বেখেয়ালে যে কথা দিলে রাখলে নাতো সেই কথা,
তোমার খেয়ালবশে কতো জনে মনে পেলো ব্যথা!
ভাবলে না তা তো কভু, ঠাট্টাচ্ছলে এড়িয়েই গেলে,
নিজের অজান্তে কতো ছোটো পাপ এভাবেই মেলে।
সে পাপকেও অবহেলা করো সে ছোটো পাপ বলে!
সেই ছোটো ছোটো গুচ্ছপাপে পাপ বড় হয়ে গেলে
কোন বাহানায় খুঁজবে ক্ষমা, তাতো সহজ আর নয়;
ছোটো ছোটো পাপের সমষ্টিই যে মহাপাপ হয়ে রয়।