কখনো যদি ক্ষণিকের ভুলে হারাও সঠিক দিশা,
তোমার মধ্যে মনুষ্যত্ব দূরিতে নামবে অমানিশা।
যখন মানবদেহের ভিতর শুরু আত্মার কলুষণ,
তখনই শুরু স্বভাবেরও বদল, সংকীর্ণ হবে মন।
মুমুর্ষূ বিবেকে কুকর্মেতে বেড়ে মহাপাপের হার,
আত্মার প্রাচীরে ধরাবে ফাটল পাপ বৃদ্ধির ভার।
মুক্তির পথ যদি নাই খোঁজো, পাপই হবে জমা,
নরকের পথেই এগুবে তুমি, পাবে না যে ক্ষমা।
মানুষ মাত্র ভুল যে হবে সে ভুল যেনো না পারে
চির জীবন ভুলেই ভরতে, ঢাকতে পাপের ভারে।
থাকতে সময় যে পরিতাপবোধে মুক্তির পথ খুঁজে
ঘোর তমশাকে দূরে ঠেলে সেই পুণ্যকে নেয় বুঝে।