নিষ্পাপ অবুঝ যে শিশুটা নিজের মতোই চলতে চায়
তোমার দুই চোখ রাঙ্গানিকে সে যে ভীষণ ভয় পায়।
শিশুর কোমল পা দু'খানি বাঁধো যদি শৃঙ্খলের মাঝে
মুখ থুবড়ে পড়লে শৈশব আসবে না যে কোন কাজে।
শিশুকে দেখলে বিশ্বাসের চোখে তার আলো চতুর্দিক,
শিশুর ব্যক্তিত্বের উপর বিশ্বাসী হলে বাড়বে সে ঠিক।
অতীব মাত্রার লাগাম বেঁধে দিলে শিশুর ইচ্ছেগুলোয়
ভবিষ্যতে তারাই ঢাকা পড়ে যাবে নিরাশারই ধুলোয়।
আজকের যে শিশু গড়বে ভবিষ্যৎ সে হোক প্রিয় জন,
অতীব অভিভাবকত্বে গরল করো না কভুও শিশুর মন।
শৈশবের চিন্তা, কল্পনাগুলো নির্মল নিষ্পাপই শুধু হয়;
সেখানেতে অন্যের অনধিকার প্রবেশ কখনো শুভ নয়।
শৈশবটাকে অবাধ করো, যাক না শিশুর পাখনা উড়ে,
অসংখ্য ফুলের সুগন্ধ ছড়াক শিশুরাজ্যের কানন জুড়ে।